মঙ্গলবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল অথরীটির পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় জলপাইগুড়ি শহরের দিনবাজারে অবস্থিত নিষিদ্ধ পল্লীতে কর্মরত যৌন কর্মী এবং তাঁদের সন্তান দের প্রয়োজনীয় করোনা ভ্যাকসিন দেওয়া হলো এক বিশেষ শিবিরের মধ্য দিয়ে।
এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল ওথারিটির সেক্রেটারি গ্লাডি বোনজান জানান, এই ধরণের কাজ যদিও এই প্রথম নয়। যৌন কর্মীদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে, তাঁদের নানান ভাবে সরকারি চালসা, এবং মালসা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হয়।
এবার যৌন কর্মীদের নিজস্ব সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে আবেদন জানানো হয়, যাতে ওরা সঠিক সময়ে করোনা ভ্যাকসিনের সব গুলি ডোজ পেতে পারে, সেই আবেদনের পর বিষয়টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে জানানো হয় এবং আজকে বুস্টার ডোজ সহ যাদের প্রথম বা দ্বিতীয় ডোজ হয়নি তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। খুশি যৌন পল্লীর বাসিন্দারা।