গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ রাজ্যের মধ্যে ডেঙ্গি আক্রান্তের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ দমদম পৌরসভা।
অষ্টম স্থানে পানিহাটি। তারপরে যথাক্রমে নৈহাটি, বরানগর, খড়দহ প্রভৃতি। তবে সকলকে ছাপিয়ে প্রথম স্থান দখল করেছে কলকাতা৷ তার পরেই রয়েছে বিধাননগর পৌরসভা। সরকারের তরফে হাসপাতালগুলিতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তার যথাযথ বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে। প্রত্যেকটি পুরসভাকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুরসভাগুলির পক্ষ থেকে আবাসিকদের অনুরোধ করা হয়েছে বাড়িতে যাতে জমা জল না থাকে। কারণ সেখানেই থাকে মশার লার্ভা৷ এই মহকুমায় বহু বাড়িতেই জ্বরে ভুগছেন অনেকে। সেই জ্বর ভাইরাল না ডেঙ্গু তা নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করা হয়েছে৷