পুজো মিটতেই খুলে গিয়েছে ব্যাঙ্ক, সহ একাধিক বেসরকারি অফিস। এরই মধ্যে আজ, শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সপ্তাহের কাজের দিনে এই শোভাযাত্রার জন্য শহরের একটি বড় অংশ যানজটের কবলে পড়বে কি না, তা নিয়ে উঠেছে বড়ো প্রশ্ন। কারণ, ইতিমধ্যেই লালবাজারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, আজ দীর্ঘ সময় মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হবে।
তবে শোনা যাচ্ছে বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, এ বারের কার্নিভালে অংশগ্রহণ করতে চলেছে মোট ৯৬টি পুজো। তবে পুজোর সংখ্যা গত বছরের তুলনায় সে ভাবে না কমায় প্রায় ঘণ্টা চারেক রেড রোডে অনুষ্ঠান চলবে বলে অনুমান পুলিশকর্তাদের। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেড রোড এবং সংলগ্ন এলাকায় আজ আড়াই হাজার অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম, বিশেষ বাহিনী এবং অ্যাম্বুল্যান্স। নজরদারি চলবে ক্যামেরার মাধ্যমেও।
এছাড়াও কলকাতা ট্র্যাফিক পুলিশ বৃহস্পতিবার জারি করা এক নির্দেশিকায় জানিয়েছে, কার্নিভালের জন্য আজ দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, সহ পলাশি গেট রোডও। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ন’টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে রেড রোডের যান চলাচল।