উঠছে একাধিক প্রশ্ন, ঠিক কোন কোন দায়িত্ব রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে এই পরিস্তিতি। এরপরেই প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র পুলিশের ‘সহকারী’ হিসেবে কাজ করতে পারবেন।

কোনও রকম তল্লাশির কাজে যেতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা। এছাড়াও থানায় জিডি করা বা তদন্ত সংক্রান্ত ফাইল দেখার অনুমতিও নেই সিভিক ভলেন্টিয়ারদের। তবে তার পরেও রাজ্যের একাধিক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে যার জেরে বিপাকে পড়ছে পুলিশ ও সরকার।

অভিযোগ পশ্চিমবঙ্গের অধিকাংশ থানায় রয়েছে পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাব। রাজ্য সরকার সেই সংকট মেটানোর চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মাধ্যমে। তবে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা নিজেদের দায়-দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন।