মাস ঘুরলেই শুরু হতে চলেছে কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী রাস উৎসব। এই মদনমোহনের রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হয় রাসমেলার। ১৫ দিনব্যাপী চলে এই রাসমেলা। এবার এই ঐতিহাসিক রাসমেলার মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ১৫ দিনের পরিবর্তে এবার কুড়ি দিন হতে চলেছে রাস মেলা।
ঐতিহাসিক এই রাস মেলাকে নিয়ে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার পৌরসভা। ইতিমধ্যে কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ আমলের রাস উৎসব এবং রাসমেলার পুরনো ইতিহাসকে তুলে ধরে এই তথ্যচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে কোচবিহার পৌরসভার।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করে জানান, এই রাস উৎসবের বহু ইতিহাস রয়েছে। সমস্ত ইতিহাসকে তুলে ধরতে এবং বিশ্বের দরবারে কোচবিহারের এই প্রাচীন রাশ উৎসবকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার পৌরসভা।
তিনি আরো বলেন, এবারের রাস মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে পশ্চিমবঙ্গের সব থেকে বড় অজন্তা সার্কাসকে রাস মেলায় নিয়ে আসা হচ্ছে। এবার রাস মেলয় লটারি দোকান, চিত্রাহার এবং মৃত্যুকুপের জায়গা দেবে না পৌরসভা। তার পরিবর্তে কলকাতার বড় বস্ত্র ব্যবসায়ীদের মেলায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে পৌরসভার। একই সঙ্গে বাংলাদেশের বস্ত্র ব্যবসায়ীদেরও আমন্ত্রণ জানান হয়েছে।