গরু পাচারকাণ্ডে গ্রেফতার আরও কয়েকজন, কেষ্ট মণ্ডলকে তোলা হবে আদালতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার ইস্যুতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল।

অনুব্রতর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরই মধ্যে ফের একবার গরু পাচার কাণ্ডে গ্রেফতার হলেন কেষ্ট মণ্ডল। এরই মাঝে রাতভোর অভিযান চালিয়ে পাচার করার সময় প্রচুর পরিমানে লরি ভর্তি অবৈধ কয়লা ও চারচাকা বোঝায় ন’টি গরু বাজেয়াপ্ত করছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।

ইতিমধ্যেই কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার মনজিত ঘোষ নামে এক কয়লা পাচারকারীকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। অন্যদিকে গরু পাচারের অভিযোগে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘী থানা এলাকার দুজনকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।