গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এরই মাঝে জ্বরের হানা থেকে বাদ যায়নি কলকাতা হাইকোর্টও। জানা গিয়েছে, একাধিকজন বিচারপতি এই মুহূর্তে অসুস্থ। তাই আইনজীবীদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
শেষ কয়েকদিনে ৭-৮ জন বিচারপতি জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তবে শুধু যে বিচারপতিরা আক্রান্ত হয়েছেন জ্বরে এমনটা নয়। বেশ ক’জন হাইকোর্টের কর্মীও জ্বরে কাবু হয়েছেন। অনেকেরই গলা ব্যাথা, জ্বর, গায়ে হাতে যন্ত্রণা রয়েছে।
এমনিতেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তা নিয়ে নানারকম পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। এছাড়া আলাদা করে সকলকে সতর্ক এবং সচেতন থাকতেও বলা হচ্ছে। কোথাও যাতে জল না জমে বা মশার বাড়বাড়ন্ত না হয় তার দিকে নজর দিতে বলা হচ্ছে।