লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির অভিযোগ। আজ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নের দিন বৃদ্ধির দাবি জানিয়ে বিরোধীরা হাইকোর্টে গেলেও কোনও সুরাহা হয়নি।
মনোনয়নের সময়সীমা বাড়ানো হবে কি না, সেই বিষয়টি কমিশনের উপরেই ছেড়ে দিয়েছে আদালত। অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৩ তারিখ পর্যন্ত রিপোর্টের ভিত্তিতে প্রায় দু’হাজার জনকে অশান্তির কারণে আটক করা হয়েছে। যার মধ্যে ১৫০০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ রয়েছে।
এদিকে মনোনয়ন ও ভোটকে কেন্দ্র করে হতে থাকা লাগাতার সংঘর্ষের দরুন মঙ্গলবার পর্যন্ত ৬২ জন আহত হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত প্রায় চার হাজার জনের অস্ত্র লাইসেন্স জমা নেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে। কড়া নিরাপত্তা, নজরদারি না রাখলে ভোটের সময় কি হতে চলেছে সেই ভেবে শিউরে উঠছে রাজ্যের মানুষ।