প্রকাশ্যে এলো একাধিক তথ্য, ইডির নজরে সংস্থার ব্যাঙ্ক লেনদেন

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে  চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর। এই পরিস্থিতিতেই  রাজ্যের  শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে বহুদিন জেলবন্দি রয়েছেন “কালীঘাটের কাকু” সুজয়কৃষ্ণ ভদ্র।

গত সোমবার লিপস অ্যান্ড বাউন্ডস নামে এক সংস্থা সহ কাকুর একাধিক ঠিকানায় একযোগ হানা দিয়েছিল ইডি। এরপর একগুচ্ছ নথি, হদিশ মেলে হার্ড ডিস্ক উদ্ধার করে সেসব নিয়ে বেরিয়ে যায় ইডি। সকল তথ্য সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে পাঠিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি ইডির নজরে সংস্থার ব্যাঙ্ক লেনদেন। এখনও পর্যন্ত সংস্থার মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ইডি। অন্যদিকে এরই মধ্যে ইডি জানিয়েছে, ওই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি। আর সেই বিবৃতি নিয়ে শোরগোল রাজ্যে।