প্রকাশ্যে এল একাধিক তথ্য, নয়া মোড় নিলো কয়লা পাচার মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কয়লা পাচার নিয়ে নানা তথ্য ইডির হাতে।

কয়লা পাচার মামলায় প্রমাণ হিসেবে আদালতে ইডি-র তরফে জমা দেওয়া একটি ডায়েরির পাতায় লেখা রয়েছে, এসডিপিও: ৫ লক্ষ ২০ হাজার টাকা। সার্কল ইনস্পেক্টর (CI): ৫ লক্ষ ১০ হাজার টাকা। স্থানীয় থানার ওসি: ৬ লক্ষ টাকা। আর এই হিসেবই হল ইডির মূল অস্ত্র।

ইডির দাবি, ২০১৯ সালের কয়লা দুর্নীতিতে মোট ১৬ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে শুধু এই তিন পুলিশকর্তাকে। তিনজনের একদিনের পাওনার অঙ্ক ১৬ লাখের অধিক। তদন্তের ভিত্তিতে ইডির দাবি, এই ধরণের পুলিশকর্মীদের একাংশের সঙ্গে পাঁচ বছর ধরে অভিযুক্তদের কম করে ২০০ কোটি টাকার লেনদেন হয়েছে। যেই অঙ্ক দেখে ভিরমি খাচ্ছে খোদ ইডিও।