বেশ কিছু নথি লাগবে লক্ষীর ভান্ডারের টাকা পেতে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের অধীন রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে ১০০০ অথবা ১২০০ টাকা দেওয়া হয়।

তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু আবেদনকারীর বেশ কয়েকটি নথি থাকা একেবারে ‘মাস্ট’। এক্ষেত্রে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হয় ২৫ বছর। বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে গেলে আবেদনকারী মহিলার আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড থাকতেই হবে।

সেই সঙ্গেই আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হতে হবে। সেই সঙ্গেই তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণির আবেদনকারীদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এই নথিগুলি যদি না থাকে তাহলে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করা যাবে না।