বেশ কিছু রদ বদল হতে চলেছে গেরুয়া শিবিরে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ তিন মহারথীই সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় নেতাদের সাথে।

অন্যদিকে গত সপ্তাহেই সাংসদ দিলীপ ঘোষকে তার সর্বভারতীয় সহ–সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে দল। সূত্রের খবর সুকান্ত, শুভেন্দুর পদ নিয়েও নয়া ভাবনা-চিন্তা চলছে দলের। ওদিকে দলের অন্দর থেকেই শোনা যাচ্ছে শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সেখানে নাম আসতে পারে সুকান্ত-দিলীপের।

অন্যদিকে, দু’‌জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও এই নিয়ে কথা হয়েছে। তিনি নাকি সম্মতিও দিয়েছেন। অর্থাৎ বাংলা থেকে দু’‌জনকে কেন্দ্রীয় মন্ত্রী করার বিষয়টি মোটামুটি পাকা। আবার জানা যাচ্ছে, বিরোধী দলনেতা পদটি শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে দিতে সহমত হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।