আসন্ন পূজা নিয়ে একাধিক ঘোষণা রাজ্য সরকারের তরফে

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই ‘মা আসছেন’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। হেরিটেজ তকমা পাওয়ার দ্বিতীয় বছরে জল্পনাকে সত্যি করে ফের ১০,০০০ টাকা সাহায্য বাড়ালেন মুখ্যমন্ত্রী।

রাজ্য জুড়ে প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য এবার ৭০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করল রাজ্য সরকার। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম উভয়েই যৌথ সিদ্ধান্তে এই বছর পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলের এক চতুর্থাংশ দিতে হবে।

পাশাপাশি দমকলের অনুমতি থেকে দমকল পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পুজো কমিটিগুলোকে কোনও টাকা দিতে হবে না। বিজ্ঞাপনের কোনও ট্যাক্সও দিতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার দুর্গাপুজোয় কার্নিভাল হবে ২৭ অক্টোবর। জানিয়ে রাখি, ২০ থেকে ২৪ অক্টোবর পুজো।