চলতি মাসের আগামী সপ্তাহেই নির্বাচন। তার পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল হলো বেশ কিছু জায়গায়, সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের ৭ প্রার্থী। বাংলার ৭ জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপির ১ জন ও বাকি ৬ জন তৃণমূল কংগ্রেসের সদস্য। আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন।
জয়ী প্রার্থীদের তালিকায় রয়েছে, তৃণমূলের ৬ প্রার্থী – ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। অন্যদিকে বিজেপি তরফে জয়ী ঘোষণা করা হয়েছে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে।
৭টি খালি আসনে ২জন প্রার্থী দিয়েও বিজেপির একজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। রাজ্যসভায় প্রার্থী হয়েও উত্তরবঙ্গের বিজেপি নেতা রথীন বসু মনোনয়ন প্রত্যাহার করে নেন। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোচবিহারের অনন্ত মহারাজ জয়ী হলেন। প্রসঙ্গত, বর্তমানে রাজ্য বিধানসভায় বিজেপির যা শক্তি রয়েছে, তার অনুপাতে এক জন প্রার্থীকেই জয়ী করতে পারে গেরুয়া শিবির।