পথকুকুর কাউকে কামড়ালে, তাকে নিয়মিত যাঁরা খেতে দেন তাঁরাই দায়ী হবেন। শুক্রবার এমনটাই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট৷ সেই সঙ্গে দেশের শীর্ষ আদালত আরোও জানাল,ওই কুকুরদের টিকাকরণের দায়িত্ব ও তাঁদের নিতে হবে। যাঁরা নিয়মিত তাঁদের খেতে দেন ও দেখভাল করেন।
উল্লেখ্য, কেরল ও মহারাষ্ট্র-সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাগল হয়ে যাওয়া কুকুরদের মেরে ফেলার নির্দেশ দেয় স্থানীয় পুরসভা।সেই নির্দেশের কারণে মামলা হয়, সেই শুনানিতে শুক্রবার এই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট।