চাঞ্চল্যকর তথ্য রেশন দুর্নীতিতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতিতে ব্যবসায়ী বাকিবুর রহমানের সূত্র ধরেই গত ২৭ অক্টোবর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিককে গ্রেফতার করে ইডি।

সম্প্রতি আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে তার। ইডির দাবি, রাজ্যের একাধিক সমবায় কৃষি উন্নয়ন সমিতির আইডি ও পাসওয়ার্ড জানতেন জ্যোতিপ্ৰিয় ঘনিষ্ঠ বাকিবুর। শুধু যে জানতেন তেমনটা নয়। সেগুলির নিয়ন্ত্রণও ছিল তার হাতের মুঠোয়।

আর সেও সুযোগকে কাজে লাগিয়েই নিজেদের ইচ্ছামত শয়ে শয়ে ভুয়ো কৃষকদের নাম নথিভুক্ত কথা হত সমবায় কৃষি উন্নয়ন সমিতির তালিকায়। এভাবেই দিনের পর দিন দেদারে চলত দুর্নীতি। আর কোটি কোটি টাকা আত্মসাৎ করা হত। ইতিমধ্যেই এই বিষয়ে বেশ কিছু তথ্য ইডি তরফে আদালতে জমা দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।