সম্প্রতি এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। এই পরিস্থিতিতে নতুন করে দানা বাঁধছে বিতর্ক। গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে অভিযুক্ত ‘ওরেভা’ সংস্থার গ্রেফতার হওয়া ম্যানেজার আদালতে দাবি করেছিলেন যে, ঈশ্বরের ইচ্ছা ছিল বলেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এবারেও অভিযোগ সেতু সংস্কারের বরাত পাওয়া সেই সংস্থা ‘ওরেভা’র বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই ঝুলন্ত সেতু সংস্কারের জন্য মাত্র ১২ লক্ষ টাকা খরচ করেছিল ওই সংস্থা।
সূত্র মারফৎ জানা গিয়েছে, এই সেতু সংস্কারের জন্য উক্ত সংস্থাকে বরাত মোট ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল! তা থেকেই মাত্র ১২ লক্ষ টাকা খরচ করা হয়। মোরবীর ওই সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ওই সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি হয়েছিল। প্রাথমিক তদন্ত করে পুলিশ এমন তথ্য জানতে পেরেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, বাকি টাকা কোথায় গেল বা কে নিল?
এদিকে, এই ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়েছে। যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার শুনানি ১৪ নভেম্বর। গোটা ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সারাদেশের পুরনো সব সেতু ও স্মৃতিসৌধে ভিড় সামলানোর নিয়ম জারি করার দাবিও জানানো হয়েছে শীর্ষ আদালতে।