চাঞ্চল্যকর তথ্য, একাধিকের হত্যা পাকিস্তানে

একের পর এক বিতর্ক, ফের বিপাকে পাকিস্তানের প্রশাসন। পাক সরকারের সঙ্গে জঙ্গি সংগঠনের লড়াই চলছে পোস্টার ও ভিডিও মাধ্যমে। সে দেশের সরকারের দাবি গত এপ্রিল মাসে ৪৬ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে পাক সেনা। অপরদিকে জঙ্গি গোষ্ঠী তহরিক-ই-তালিবান পাকিস্তানের দাবি গত মাসে ৭০ জন শত্রু অর্থাৎ পাকিস্তানে নাগরিককে হত্যা করেছে।

পাকিস্তানের আতংকবাদী সংগঠন টিটিপি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডওতে সংগঠনের জঙ্গিদের প্রকাশ্যেই দেখিয়েছে টিটিপি। ইদের পরই নেওয়া হবে ব্যবস্থা, এমন দাবি করেছিল পাক সেনা। কিন্তু বাস্তবে দেখা গেল, পাক সেনার ওই মন্তব্যের পাল্টা রীতিমতো হুমকি দিয়েছে তালিবান। পাকিস্তান এমন কিছু পদক্ষেপ করলপ তার ফল ইসলামাবাদকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের তালিবান।

টিটিপি দাবি করে, গত মাসে মোট ৪৮টি হামলা করেছে তারা। এই হামলায় মোট ৭০ জন পাক নাগরিক মারা গেছে। আহত হয়েছে আরও ৮২ জন। এরই মার্চ মাসের হামলারও খতিয়ান দিয়েছে তেহরিক – ই – তালিবান পাকিস্তান। সে মাসে তাদের হামলায় ৫৮ জন পাক নাগরিকের মৃত্যু ঘটেছে বলে দাবি করা হয়েছে এই পোস্টারে।