রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচালক বিজয় রজকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার হদিশ৷ এই সব অ্যাকাউন্ট থেকে অন্তত ৬০ লক্ষ টাকা লেনদেন করা হয়েছিল বলে জানতে পেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, ওই সমস্ত টাকার লেনদেন হয়েছিল অনুব্রতের নির্দেশেই।
যদিও কেষ্টর পরিচারকের পরিবারের দাবি, বিজয়কে ফাঁসানো হয়েছে। তাদের যুক্তি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিজয়ের পরিচয়পত্র-সহ বিভিন্ন নথি চাওয়া হয়েছিল। বিজয় নিজেই জানতেন না যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা জমা করা হয়েছে। বিজয়ের মায়ের কথায়, ‘‘আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ওর আধার কার্ড, পাসপোর্ট ফোটো নিয়ে গিয়েছিল ওরা। ওকে দিয়ে বেশ কয়েকটা চেকেও সই করানো হয়েছিল। আমার ছেলে জানতই না যে, ওই সব নথি দিয়ে ওর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।’’
তিনি এ-ও বলেন, ওই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির পাসবই, এটিএম কার্ড— কোনও কিছুই বিজয়ের কাছে ছিল না। বিজয়ের বাবা মদনলাল রজক বলেন, ‘‘এখন সিবিআই, ইডি ছেলেকে তলব করায় জানতে পারলাম যে, আমাদের ছেলের নামে এতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷’’