চাঞ্চল্যকর তথ্য, প্রায় দু’হাজার কোটির মালিক হতে পারে গোপাল-হৈমন্তী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ জানা যাচ্ছে, গোপাল-হৈমন্তীর এক ডজন সংস্থার মাধ্যসমে পাচার করা হয়েছিল নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। তদন্তে নেমে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে গোপলের সঙ্গে হৈমন্তীর পরিচয়৷ এর পর থেকেই দু’জনে যৌথ ভাবে সম্পত্তি কিনতে শুরু করেন হৈমন্তী ও গোপাল। ওই সময় থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতির হাতে আসতে শুরু করে। ২০১৫ সালে নতুন সংস্থা খোলার পাশাপাশি নিত‌্যনতুন সম্পত্তি কেনার জন্যেই নিজের নাম পরিবর্তন করে হয়ে যান আরমান গঙ্গোপাধ‌্যায়।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের কাছে যে তথ্য এসেছে, সেই তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় নামে ও বেনামে প্রায় ২০০ বিঘা জমি ও বাড়িও রয়েছে গোপালেপ। বীরভূমে দু’জনের নামে রয়েছে হোটেল ও গেস্ট হাউজ। এদিকে, হাওড়ায় হৈমন্তীর বাপের বাড়ি এবং টালিগঞ্জের অদূরে বেহালার মুচিপাড়ার কাছে রাজা রামমোহন রায় রোডে তাঁদেক একটি ফ্ল‌্যাটের হদিশ মিলেছে।