বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই-র মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসার পরই শিক্ষা দফতরের কাছে নথি চেয়ে পাঠায় কেন্দ্রীয় সংস্থা।
সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে নথি পাওয়া গেছে। প্রয়োজনীয় সমস্ত নথি পাঠিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। নথি খতিয়ে দেখার পরই আগামী পদক্ষেপ হিসেবে শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।
কুন্তল ঘোষের বিরুদ্ধে ইডির চার্জশিটে উল্লেখ করা হয় শিক্ষা সচিব মণীশ জৈনের নাম। অভিযুক্ত হিসেবে নয়, নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকা চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, পার্থর নির্দেশে অযোগ্যদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করতেন মণীশ জৈন। নিয়োগ দুর্নীতিতে জড়িত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দেয় ইডি।