চাঞ্চল্যকর তথ্য, কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়ির সামনে নালা থেকে উদ্ধার নথি

এই মুহূর্তে চর্চায় রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই সিবিআই-এর নজরে তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তি৷ তাঁদের সকলের আর্থিক লেনদেনের উপরেও নজর রেখেছে সিবিআই।

এদিকে, গরু পাচারের বিপুল টাকা কোথায় কোথায় যায় তার কিনারা পেতে সোমবারই নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বোলপুর এবং সিউড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের। একদিকে যখন ব্যাঙ্ক কর্তাদের জেরা করা হচ্ছে তখন অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়ির সামনের নালা থেকে উদ্ধার হল ব্যাঙ্ক নথি!

এদিন, বোলপুর পুরসভার গাড়িচালক বিদ্যুতের বাড়ির সামনের নালায় বেশ কিছু কাগজ পড়ে থাকতে দেখা যায়। সেখান ছিল পঞ্চানন গায়েন নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি। কাকতালীয়ভাবে বিদ্যুতের বাবার নামও পঞ্চানন।

শুধু পঞ্চাননের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিই নয়, বেশ কিছু চেক, টাকা জমা দেওয়ার স্লিপও পড়ে থাকতে দেখা যায় ওই নালায়৷ তবে কোনওটাই আস্ত ছিল না৷ সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়েছিল সেখানে।

এর পরেই প্রশ্ন উঠছে, তবে কি ব্যাঙ্কের নথি লোপাটের চেষ্টা করা করছিলেন কেষ্ট-ঘনিষ্ঠ বিদুৎ? কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর এড়িয়ে বিদ্যুৎ আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য লোপাট করতে চাইছেন কি না, সেই প্রশ্নও উঠেছে।