পহেলগাঁও হামলায় সামনে এসছে চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার এই ঘটনায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাক মদতপুষ্ট লস্কর-এ-তৈবার শাখা সংগঠন তারা।

এবার এই ঘটনায় সামনে এল বিষ্ফোরক তথ্য। কাশ্মীর হামলায় নাকি দুটি প্ল্যান তৈরি ছিল জঙ্গিদের। প্ল্যান এ ব্যর্থ হলে প্ল্যান বি ধরে এগোয় তাঁরা। এ তথ্য প্রকাশ করেছেন একতা তিওয়ারি নামে এক পর্যটক। ওই পর্যটক, যে নিজেকে খচ্চরের সহিস বলে পরিচয় দিয়েছিল।

ওই ব্যক্তি নাকি আসলে লস্কর জঙ্গি আসিফ ফৌজি। একতা জানান, ওই ব্যক্তির থেকে খচ্চর ভাড়া করা নিয়ে দামদর করতে গিয়েই নাকি সন্দেহ হয় তাঁর। সে সময় একটি ফোন আসায় মোজা থেকে থেকে ফোন বের করেন তিনি। ওই ব্যক্তির ছবি এসে পৌঁছেছে গোয়েন্দাদের হাতে। এতে তদন্তের অভিমুখও ঘুরতে পারে বলে মনে করা হচ্ছে।