ভয়াবহ করমণ্ডল দুর্ঘটনায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এবার এই দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য।

নিছক যান্ত্রিক গোলযোগ নয়, বরং সম্ভাবনা রয়েছে তীব্র অন্তর্ঘাতের। প্রাথমিক তদন্তের পর এমনই দাবি রেলমন্ত্রকের। বাহানাগায় দুর্ঘটনাস্থল খতিয়ে দেখার পর রেল কর্তৃপক্ষের দাবি, সিগন্যালিং ব্যবস্থা নষ্ট না করলে সিগন্যাল কখনই সবুজ হয় না। শুধু তাই নয়, সিগন্যালিংয়ে অন্তর্ঘাতের সঙ্গেই ইন্টারলক সিস্টেমে গোলমালের দাবিও করেছেন রেলের তদন্তকারী আধিকারিকরা।

রেলের তদন্তকারী আধিকারিকরা জানান, দুর্ঘটনার সময় করমণ্ডল এক্সপ্রেস আপ মেইন লাইনে যাওয়ার জন্য সিগন্যাল সবুজ ছিল। কিন্তু, তারপরই সিগন্যাল অফ করে দেওয়া হয়। ফলে করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে চলে যায় এবং মালগাড়িতে ধাক্কা মারে। সিগন্যালিংয়ের এই গণ্ডগোলের পিছনে অন্তর্ঘাত রয়েছে বলেই তাঁদের দাবি। তবে তদন্ত শেষ করতে আরও ২-৩ দিন সময় লাগবে বলে জানাল রেল কর্তৃপক্ষ।