সিবিআই-এর তরফে চাঞ্চল্যকর তথ্য জীবনকৃষ্ণের বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি শাসকদলের জীবনকৃষ্ণ (ফোনম্যান)।

কিছুদিন আগেই পুকুরে ফেলে দেওয়া জীবনকৃষ্ণের দুটি ফোন উদ্ধার করেছে সিবিআই। এবার সেই ফোন থেকেই এক এজেন্টের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এল সেই তথ্য। চাকরি বাতিলের পর টাকা ফেরত চাওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন শাসকদলের এই দাপুটে বিধায়ক।

জানা যায়, ২০২২ সালের ১১ ও ১৮ অক্টোবরের চাকরি বাতিল হয়ে যাওয়ায় জীবনকৃষ্ণ সাহার কাছে টাকা ফেরত চাইছেন এজেন্টরা। প্রথম দিনের চ্যাট অর্থাৎ ১১ অক্টোবরের চ্যাটে এক ব্যক্তি প্রাথমিকের চাকরি বাতিল হয়ে যাওয়ায় তার কাছে জমা করা ১২ লক্ষ টাকা ফেরত চান।