সুজয়কৃষ্ণকে নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি বঙ্গের নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এর পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে তার বিষয়ে।

এরই মধ্যে এবার জানা যাচ্ছে ‘কালীঘাটের কাকু’-র ট্রাস্টকে দেওয়া হয়েছিল ৬ কোটির বাংলো উপহার! গোয়েন্দা সূত্রে দাবি, ‘বাংলার বন্ধু’ ট্রাস্টের নিয়ন্ত্রণ রয়েছে নিয়োগ দুর্নীতির অভিযুক্ত সুজয়কৃষ্ণের হাতে। সেই ট্রাস্টকে ৬ কোটি টাকার বাংলো উপহার দিয়েছিলেন বেহালার এক বাসিন্দা। সেই ব্যক্তিই এখন ইডির নজরে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

তবে শুধু ইনিই নন, জানা গিয়েছে কাকুর ট্রাস্টে বিপুল অঙ্কের টাকা দেন আরও বেশ কয়েকজন। ইডির আতসকাঁচের নীচে এবার সেই ব্যক্তিরাও। নিয়োগ দুর্নীতিকাণ্ডেই আরেক গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া তাপস মণ্ডলের মুখেই প্রথম ‘কালীঘাটের কাকু’র কথা শোনা যায়।