শিলিগুড়ি মহকুমা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, ঘটনায় গ্রেফতার ৩

নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার ঘটনা। জানাযায় সোমবার রাতে বাড়ির বাইরে মোবাইলে কথা বলছিল নির্যাতিতা নাবালিকা, অভিযোগ সেই সময় নাবালিকার মুখ চেপে ধরে দুই যুবক ও নাবালিকাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় চা বাগানে। সেখানে আর এক যুবক আসে।

তিনজন মিলে একাধিকবার গনধর্ষন করে নাবালিকাকে। সোমবার রাতে নকশালবাড়ি থানায় ঘটনার অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল, পঙ্কজ মাহাতো, সরোজ টপ্পো ও রৌশন কুমার মাহাতো। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানাযায়।