করিশ্মাকে কাঁদতে দেখেও বোন করিনা ছিলেন নিরুপায়, কিন্তু কেন?

Estimated read time 1 min read

কাপুর পরিবারের কোনও মেয়ে কিংবা বউ অভিনয় পেশায় থাকেননি। কাপুর পরিবারের এই  ছক ভেঙেছিলেন বড় মেয়ে করিশ্মা। যাঁরা এক সময় ছিলেন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী, তাঁরা প্রত্যেকেই কাপুর পরিবারে বিয়ে করে এসে অভিনয় ত্যাগ করেছিলেন। সেটাই ছিল এই পরিবারের অলিখিত নিয়ম। সেই নিয়ম ভেঙে দিয়েছিলেন করিশ্মা। তিনি ছিলেন কাপুর পরিবারের সেই মেয়ে, যিনি বাড়ির অমতে গিয়েও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। শুরুতে কাজই পাচ্ছিলেন না তিনি। তারকা সন্তান হওয়া সত্ত্বেও তাঁকে কোণঠাসা করা হয়েছিল বলিউডে।

করিশ্মার ছোট বোন করিনা কাপুর খান এ সবই প্রত্যক্ষ করেছিলেন। তিনি তখন খুব ছোট। করিনা দেখতেন, সারা রাত জেগে কাঁদতেন তাঁর আদরের দিদি। সকলে তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছে ইন্ডাস্ট্রিতে। ছোট থাকার কারণে করিনা তখন দিদির পাশে গিয়ে দাঁড়াতে পারেননি। পরবর্তীকালে করিশ্মার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠেন তাঁর ছোট বোন করিনাই। করিশ্মার যখন বিবাহবিচ্ছেদ ঘটে, গোটা সময়টা দিদিকে কাছছাড়া করেননি করিনা। আগলে রেখেছিলেন নিজের কাছে। নিজের মুখেই করিনা বলেছিলেন, “দিদিকে দেখতাম খালি কাঁদছে। তখন আমি কিছু করতে পারিনি। খুব খারাপ লাগত আমার।”

অবশ্য করিশ্মাকে কোণঠাসা করার চেষ্টা করা হলেও, তাঁকে দমিয়ে রাখতে পারেনি বলিউড। তিনি এক দশক ধরে বলিউডে রাজ করেছিলেন । পৌঁছেছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তাঁর ঝুলিতে রয়েছে বহু বাণিজ্যিক ছবি। যেমন ‘রাজাবাবু’, ‘জিগর’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজা হিন্দুস্তানি’।

You May Also Like

More From Author