দল বদল হতেই খোয়াতে হলো নিরাপত্তা। অর্জুন সিং বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর তাঁর জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পরেই ক্ষুব্ধ হন বারাকপুরের সাংসদ।
হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই ইস্যু নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে যাবেন। এইভাবে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা যায় কিনা তা জানতে চান তিনি। কিন্তু কলকাতা হাইকোর্ট অর্জুন সিংয়ের আর্জি শোনেনি। তাঁকে অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বারাকপুরের সাংসদের বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকার তাঁকে জন প্রতিনিধি হিসেবে নিরাপত্তা প্রদান করেছিল। এখন তা তুলে নেওয়া হয়েছে। তাহলে কি প্রত্যাহার করার জন্য নিরাপত্তা দেওয়া হয়েছিল তাঁকে, এই প্রশ্ন তোলেন অর্জুন। একই সঙ্গে আরও একটি প্রশ্ন সামনে রাখেন।
তাঁর প্রাণহানী ঘটলে কেন্দ্রীয় সরকার দায়ী থাকবে কিনা, সেটা জানতে চান। এই প্রেক্ষিতেই তিনি কলকাতা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, তিনি জানতে চান, এইভাবে একজন জনপ্রতিনিধির সুরক্ষা তুলে নেওয়া যায় কিনা। কিন্তু আদালতে তাঁর আর্জিতে পাত্তা দিল না।
কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, এখানে নিরাপত্তার কোনও গাফিলতি চোখে পড়ছে না। সিআইএসএফ নোটিশ দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। তাই অর্জুন সিংকে আদালতের পরামর্শ তিনি যাতে এই বিষয়ে অন্য বেঞ্চে আর্জি জানান।