আলিপুরদুয়ার জেলায় বনদপ্তরের বিশেষ উদ্যোগে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা চলছে

আজ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আলিপুরদুয়ার জেলায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা চলছে। ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল বনভূমি আর চা বল এ এরা বনবস্তি তে থাকা ছাত্র ছাত্রীদের অনেকটা পথ অতিক্রম করে তারপর বিদ্যালয়গুলোতে পরীক্ষার জন্য যেতে হয় সভাপতি বিস্তীর্ণ জঙ্গল পেরিয়ে তারপর মূল সড়কে এসে যথাস্থানে পৌঁছানো সম্ভব।

বিগত বছরে এক ছাত্র জঙ্গল দিয়ে আসার সময় হাতির আক্রমণে প্রাণ হারায়। তারপর বনদপ্তর এই পরীক্ষার্থীদের দিকে নজর দেন বনদপ্তরের তদারকিতে ছাত্রদের বনদপ্তরের নিজস্ব গাড়িতে তুলে নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এবং পরীক্ষা শেষে আবার ফেরত নিয়ে আসেন এবছর কুমারগ্রাম ব্লকের চ্যাংমারির অন্তর্গত ব্যাংডোবা ও খুটি মারি বন বস্তির সাতজন পরীক্ষার্থী রয়েছেন।

বনবস্তি এক জনৈক বাসিন্দা আমাদের জানালেন যে বনদপ্তর সাহায্য করা ধরুন ছাত্র-ছাত্রীরা নিশ্চিন্তে এবং নির্ভয়ে পরীক্ষা দিতে পারছেন। কারণ বনসঙ্কুল এলাকা বিপদজনক বর্তমানে সে ভয় দেয়ার নেই সাধুবাদ জানিয়েছেন বনদপ্তরকে।