উদয়পুরে জি২০ শেরপা মিটিংয়ের দ্বিতীয় দিন

রাজস্থানের উদয়পুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জি২০’র বৈঠক হয়েছে ৫ ডিসেম্বর। জি২০’র প্রেসিডেন্ট হিসেবে ভারত উদয়পুরে প্রথম দফার জি২০ বৈঠকের আয়োজন করেছে ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় দিনের শেরপা বৈঠকে ভারতের শেরপা অমিতাভ কান্ত ভারতের জি২০ প্রেসিডেন্সি সংক্রান্ত নানা বিষয়ে প্রতিনিধিদের অবহিত করেন এবং ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজম ও ডিজিটাল ট্রান্সফর্মেশন প্রভৃতি ক্ষেত্রে ভারতের সাফল্যের কাহিনী শোনান। জি২’র প্রেসিডেন্ট হিসেবে ভারতের দায়িত্বের কথাও জানান তিনি।

দ্বিতীয় দিনের বৈঠকের প্রথম অধিবেশনে জি২০ শেরপারা নানা বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল টেকনোলজিক্যাল ট্রান্সফর্মেশন। এদিনের দ্বিতীয় অধিবেশনে আলোচনার থিম ছিল ‘গ্রীন ডেভেলপমেন্ট অ্যান্ড লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট’। ‘ফাইন্যান্স ট্র্যাক’ ও ‘ইন্ডিয়াজ প্রায়োরিটিজ’ বিষয়ে প্রতিনিধিদের সবিশেষ অবহিত করেন অর্থ মন্ত্রকের সচিব (ডিইএ) অজয় শেঠ।

শেরপা মিটিংয়ের পাশাপাশি ভারতীয় শেরপা অমিতাভ কান্ত অন্যান্য ‘এমার্জিং মার্কেট ইকনোমি’র শেরপাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়া এদিন ছিল আইএমএফ প্রতিনিধিদের ‘গ্লোবাল অ্যান্ড রিজিয়োনাল ইকনোমি: প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক আলোচনা, ‘চায় পে চর্চা’ এবং আগত প্রতিনিধিদের মানেকচক ও সিটি প্যালেস পরিদর্শন।বৈঠকে আগত প্রতিনিধিদের রাজস্থানের রাজকীয় আতিথেয়তা ও খাদ্য দ্বারা আপ্যায়িত করা হয়, পাগড়ি বাঁধার স্থানীয় কৌশল দেখানো হয় এবং তাদের চিরাচরিত রাজস্থানী জ্যাকেট, পাগড়ি ও স্টোল পরিহিত অবস্থায় উদয়পুরের মানেকচক পরিভ্রমণে নিয়ে যাওয়া হয়, যা শুধু প্রতিনিধিদের নয় উদয়পুরবাসীদেরও দীর্ঘকাল স্মরণে থাকবে।