ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্টআপ-এর সিজন ৪.০

ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্টআপ ক্যাম্পেন তিনটি সিজন সাফল্যের সঙ্গে সমাপ্ত করে শুরু করল সিজন ৪.০। ভারতীয় হোমমেকারদের ব্যবসায়িক উদ্যোগে সাহায্য করার জন্য এই ক্যাম্পেনের মাধ্যমে আর্থিক সহায়তা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা জোগানো হয়। সিজন ৪-এর অন্যতম বিশেষত্ব হল, এবার সকল অংশগ্রহণকারী গুগলের ‘উওমেনউইল’ প্রোগ্রামে যোগ দিতে পারবেন। ‘উওমেনউইল’ হল একটি ‘বিজনেস লিটারেসি ইনিশিয়েটিভ’, যাতে রয়েছে ‘হাউ টু’ কার্যক্রম যা কারও আগ্রহকে ব্যবসায় রূপান্তরিত করতে, কোনও ব্যবসায়িক সংস্থা চালাতে এবং তাকে বাড়িয়ে তোলার পথনির্দেশ প্রদান করে। যারা এই শিক্ষামূলক কার্যক্রম সমাপ্ত করবেন তাদের সকলকেই সার্টিফিকেট দেওয়া হবে।

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার অমিত দোশি জানান, তিনটি সিজন সাফল্যের সঙ্গে সমাপ্ত করার পর তারা ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্টআপ-এর সিজন ৪.০ শুরু করছেন। এই প্রোগ্রামে এযাবৎ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪ মিলিয়ন মহিলা যোগ দিয়েছেন। এবছর তারা গুগলের সঙ্গে হাত মিলিয়ে আগ্রহী মহিলা কর্মোদ্যোগীদের ডিজিটাল বিজনেস রিসোর্সে দক্ষতা অর্জনে সাহায্য করবেন, যাতে উদ্যোগী মহিলারা তাদের স্টার্টআপ-গুলিকে সফল করে তুলতে পারেন।

গুগল ইন্ডিয়ার পক্ষে ডিরেক্টর অব গুগল কাস্টমার সলিউশনস শালিনী পুচালাপল্লি বলেন, ব্যবসার বৃদ্ধি ঘটাতে সাহায্য করে টেকনোলজি, কিন্তু যারা সেই ব্যবসা চালান তাদের সঠিক দক্ষতা থাকতে হবে। মহিলা উদ্যোগীদের ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তা তাদের ব্যবসা ছোটো, বড় বা স্টার্টআপ হোক না কেন। উওমেনউইল-এর মতো প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রয়োজনীয় দক্ষতা জোগাতে সচেষ্ট গুগল। ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্টআপ কনটেস্টের মাধ্যমে গুগল নতুন হোমপ্রিনারদের বিশেষ শিক্ষাক্রম দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত বোধ করছে বলে জানান তিনি।