ফুটবলে সিগ্রাম’স ইম্পেরিয়াল ব্লু’র পার্টনারশিপ

সিগ্রাম’স ইম্পেরিয়াল ব্লু’র সঙ্গে নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের এক্সক্লুসিভ পার্টনারশিপ এবার দ্বিতীয় বর্ষে প্রবেশ করল। গুয়াহাটিতে এক প্রেস কনফারেন্সে ইম্পেরিয়াল ব্লু ও নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়রা তাদের পারস্পরিক সম্পর্কের সাফল্য উদযাপন করেছেন।

তরুণদের আগ্রহের প্রতি সিগ্রাম’স ইম্পেরিয়াল ব্লু আগাগোড়াই নজর রাখে এবং ক্রীড়াক্ষেত্রে নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের সাফল্য ‘ইয়ং ইন্ডিয়া’র সঙ্গে উভয় ব্র্যান্ডের সম্পর্ক মজবুত করার সুযোগ এনে দেয়। জন আব্রাহামের মালিকানাধীন ক্লাবটি আসামের গুয়াহাটিতে অবস্থিত। এই ক্লাব আগামী ইন্ডিয়ান সুপার লিগ ২০২২-এ প্রতিদ্বন্দ্বিতা করবে।

পার্নড রিকার্ড ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ইশ্বিন্দার সিং ও নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের সিইও প্রিয়া রুঞ্চাল তাদের সম্পর্ক দ্বিতীয় বর্ষে প্রবেশ করায় সন্তোষ প্রকাশ করেছেন। হিরো ইন্ডিয়ান সুপার লিগে ক্লাবের সাফল্য কামনা করেছেন তারা।