কেন্দ্রীয় সরকারের রাইট টু এডুকেশন আইন অনুযায়ী সরকারি স্কুলের কোনো শিক্ষক বাড়িতে গৃহ শিক্ষকতা করতে পারবেন না। কিন্তু এরপরেও দীর্ঘদিন সরকারকে ফাঁকি দিয়ে গৃহশিক্ষকতা করে যাচ্ছেন বেশকিছু শিক্ষক। তবে এবার এই পরিস্থতিতির লাগাম টানতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে স্কুলের শিক্ষকেরা প্রাইভেট টিউশন করাতে পারবেন না। ইতিমধ্যে রাজ্যে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে । তালিকায় রয়েছে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়।
উল্লেখ্য, সোমবার রাতে একটি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিস অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএস গুলির শিক্ষক – শিক্ষকারা এবার থেকে আর কোনও ভাবেই প্রাইভেট টিউশান করতে পারবেন না। শুধু তাই নয় পড়াতে পারবেন না কোনও কোচিং সেন্টারও।
সম্প্রতি রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড় হয়েছিল বিস্তর। এসএসসি এবং টেট নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। তারই মধ্যে গৃহশিক্ষকতা বন্ধ করার জন্য রাজ্যের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।