ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এপ্রিলে যে প্রকারের গরম পড়েছিল, আবার পুনরাবৃত্তি হতে চলেছে। ফের তাপমাত্রা ছুতে পারে কলকাতাতেই ৪০ থেকে ৪৫ ডিগ্রী। বেশ কিছু জেলাতে তাপমাত্রা পৌঁছাতে পারে পঞ্চাশের কোটাতেও। ফলে সরকার আবার গরমের ছুটি বাড়িয়ে দিল স্কুল গুলিতে। তাহলে কবে খুলবে স্কুল? কতদিন অব্দি ছুটি? জানুন সমস্ত আপডেট।
দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জন্য এপ্রিলের ২২ তারিখ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্দিষ্ট সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। ফের বেড়েছে তাপমাত্রা। ফলে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এখনই খুলছে না স্কুল। যদি ভোটের পর রাজ্যের স্কুলগুলি খুলে গেছে। তবে পড়ুয়াদের যেতে হত ১০ জুন থেকে। তবে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের তাপমাত্রা। ফলে সরকার ফের স্কুল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু রাজ্যে।
গরমের দাপটে রাজস্থানে ছুটির দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। মধ্যপ্রদেশেও বাড়ানো হয়েছে ছুটি। আগামী ৩০ জুন বন্ধ থাকবে স্কুল। অন্যদিকে দিল্লি এবং উত্তরপ্রদেশেও গরমের ছুটি ফের বৃদ্ধি করা হয়েছে। ৫০ দিনের জন্য বন্ধ থাকবে দিল্লির স্কুলগুলি। উত্তরপ্রদেশে আগামী ১৮ জুন পর্যন্ত গরমের ছুটি বহাল থাকবে। তবে আপাতত পশ্চিমবঙ্গের স্কুল গুলি আগামী ১০ জুন খুলে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এরপর আবার দেওয়া হতে পারে কিনা আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে কিছু জানায়নি। তবে পশ্চিমবঙ্গে ১০ই জুন স্কুলগুলি খুলবে। আপাতত সিদ্ধান্ত বদল করা হয়নি। পরে ছুটি বাড়তেও পারে।