চলতি বছর গরমের শুরু থেকেই চড়েছে তাপমাত্রার পারদ। বাড়তে থাকা এই গরমের কারণে স্কুলছুটির ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষা দপ্তর জানায় ৫ ও ৭ ই জুন স্কুল খোলার ব্যাপারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বৃদ্ধির ঘোষণা করলেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরো দশ দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে স্কুলগুলোতে। গরমের ছুটি চলবে আগামী ১৪ই জুন পর্যন্ত। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলবে আগামী ১৫ই জুন। গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী কয়েক দিন একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
এমন অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে গরমের ছুটির বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যে ক্রমবর্ধমান গরম চিন্তায় ফেলেছিল শিক্ষা দপ্তরকে। বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী আরো দশ দিন গরমের ছুটি বৃদ্ধি করলো শিক্ষা দপ্তর। আগামী ১৫ই জুন থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।