স্কলারশিপ প্রোগ্রাম চালু করল Internshala ট্রেনিংস

Internshala ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম চালু করল Internshala ট্রেনিংস। এই উদ্যোগের মাধ্যমে, প্ল্যাটফর্মটির লক্ষ্য হল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ডিজাইন সহ বিভিন্ন প্লাটর্ফম থেকে এক লাখের বেশি শিক্ষার্থীকে দক্ষ করা। উল্লেখ্য,  Internshala ট্রেনিং প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের ৭৫টি ইন-ডিমান্ড স্কিলে ১.৫ কোটি টাকা মূল্যের প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে। এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

দেশের যেকোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা বিশেষত যে সব ছাত্রের রাঙক নিজ নিজ ব্যাচে দশ জনের মধ্যে রয়েছে তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মার্কশীট নিয়ে শিক্ষার্থীদের তাদের কলেজের ট্রেনিং এবং প্লেসমেন্ট অফিসারদের সাথে যোগাযোগ করতে হবে।

Internshala  ট্রেনিংসের প্রধান শাদাব আলম বলেন,  এই উদ্যোগের মাধ্যমে আমরা পেশাগত ক্ষেত্রে এক লাখ শিক্ষার্থীর জীবন গড়ে দিতে চাই।