আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মূলত মেঘলা রয়েছে আকাশ। মাঝে মাঝে রোদের ঝলক দেখা দিলেও বইছে মনোরম হাওয়াও। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২২ কিলোমিটারের কাছাকাছি।আবহাওয়াবিদদের অনুমান আজ রাতের দিকে আকাশ মেঘলাই থাকবে।বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গভীর রাতের দিকে।

ইতিমধ্যে বর্ষা হাজির হয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবারের মধ্যে মৌসুমী বায়ু ঢুকে যাবে যার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কয়েক জেলায়। দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আবহাওয়াবিদদের  অনুমান আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে।