আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল SBI

আর্থিক প্রতারণার হাত থাকে গ্রাহকদের বাঁচাতে নয়া সতর্কবার্তা জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দুটি ফোন নম্বর উল্লেখ করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই নম্বর থেকে ফোন এলে বা এখানে ফোন করলে বিপদে পড়তে পারেন গ্রাহকেরা। একই সঙ্গে এই নম্বর দু’টি থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করতেও নিষেধ করা হয়েছে। সেই দুটি নাম্বার হল ৮২৯৪৭১০৯৪৬ এবং ৭৩৬২৯৫১৯৭৩।

উল্লেখ্য, এই দু’টি নম্বর প্রথমে টুইট করে অসম পুলিশের গোয়েন্দা বিভাগ। এবং সেই টুইট রিটুইট করে নতুন ভাবে সতর্ক করে স্টেট ব্যাঙ্ক। মূলত, সেই রিটুইট সতর্ক করে জানানো হয়,ব্যাঙ্ক কখনও ফোন করে গ্রাহকের কাছে কোনও তথ্য জানতে চায় না। ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে কেউ ফোন করলে যেন পিন, সিভিভি, ওটিপি, আইডি, পাসওয়ার্ড, ডেবিট কার্ড নম্বর ইত্যাদি না জানানো হয়।

প্রসঙ্গত, আর্থিক প্রতারণা রুখতে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তৈরি হয় ‘দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’। এখন সেই পোর্টালকে আরও কার্যকরী করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। আগে এই পোর্টালে অভিযোগ নথিবদ্ধ করার পাশাপাশি ১৫৫২৬০ নম্বরে ফোনও করা যেত। কিন্তু এখন সেই নম্বরটির বদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন থেকে ১৯৩০ নম্বরে দিন বা রাতের যে কোনও সময় ফোন করে অভিযোগ জানানো যাবে।