রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনার

বুদ্ধদেব ভট্টাচার্য হোক কিংবা মমতা বন্দ্যেপাধ্যায় বা মোদী থেকে অমিত শাহ, সবার সাথে তাঁর সুসম্পর্ক। সেমতই গতকাল শুক্রবার রাত ৭.৫৭ মিনিটে সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ। তাঁর সঙ্গেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরা। এরপরই অমিত শাহ সহ বিজেপি নেতাদের সঙ্গে নৈশভোজে বসেন সৌরভ। এবং সেই চিত্র প্রকাশ্যে আসতেই আবারও সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা পারদ তরতর করে চড়তে শুরু করেছে। এরইমাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ ।

প্রসঙ্গত, এদিন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। অনুষ্ঠান শেষে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হলে ডোনা বলেন, ‘জল্পনা সত্যি হলে হবে। আমার মনে হয সৌরভ যদি সত্যিই রাজনীতিতে আসে তাহলে মানুষের জন্য অনেক ভাল কাজ করতে পারবে। এখনও ও অনেক কাজই করে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছিল। সৌরভ রাজনীতিতে আসতে পারেন এবং বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, এমন খবরে তীব্র আলোড়ন তৈরি হয় দেশ জুড়ে। শেষ পর্যন্ত খোদ সৌরভ তাঁর রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রকাশ্যেই।