সত্য-মিথ্যে

সত্যকে সত্য বলি
মিথ্যা কে মিথ্যে
এতে যদি ছেকা লাগে
আজ কারো চিত্তে
ভুলে যান আমাকে
আমিও আপনার
স্বজন বন্ধু ছিলাম
করেছি পারাপার
একসাথে খাল বিল
নদী নালা পারাবার!

সত্যের মুখোমুখি
দাঁড়াতে যে ভয় পায়
ক্ষমা করা যায় তাকে
শুধু বলে ‘অসহায়’!

সত্যের মুখোমুখি
দাঁড়াবে সে একদিন
বিচারে সাবিত হবে
কত দান কত ঋণ।

তবে কেন ছেকা লাগে
সত্যকে মেনে নিতে
সত্য বলেছি আমি
বলিনি তো বিপরীতে।

সত্য হারিয়ে যাক্
বেঁচে থাক মিথ্যে
তবুও যদি সুখ আসে
আজ কারো চিত্তে।

(অশোক কুমার ঠাকুর)

You May Also Like

More From Author