কচি পাতা আর শাল, মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হলো সারুল পুজো। জলপাইগুড়ির ডাঙ্গালাইন গ্রাম সভা সমিতির উদ্যোগ দ্বিতীয় বর্ষে এবারের সারুল পূজো অনুষ্ঠিত হলো।
ডেঙ্গুয়াঝাড় চা বাগান জুড়ে এ সময় চা গাছ, শাল, মহুয়ার ডালে ডালে আসে কচি পাতা।বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন ফোটা শাল আর মহুয়া ফুলের সুবাস।কাঠফাটা গরমেও প্রকৃতির আপন হাতে সাজানো থেমে থাকে না। প্রাচীন প্রথা মেনে নতুন এই রূপকে সম্মান জানাতে তৈরি হন অরণ্য সন্তানরা।
পাশাপাশি প্রকৃতি যাতে রুষ্ট না হয় এই পূজায় প্রার্থনা করেন আদিবাসী সমাজের মানুষেরা। তারা জানান দিন দিন প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা প্রকৃতি পূজার মাধ্যমে প্রকৃতিতে রক্ষা করার বার্তা দিচ্ছি। পূজো উপলক্ষে এদিন এক শোভাযাত্রার আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে।