দিনবাজার সহ বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর বাজার জমে উঠেছে

রাত পোহালেই সরস্বতী পুজো। সাত সকালে সরস্বতী মূর্তি টোটো তে করে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে বিক্রির উদ্দেশ্যে৷ জলপাইগুড়ি দিনবাজার সহ বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর বাজার জমে উঠেছে।

মৃৎ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। পরিশ্রম অনুযায়ী সেরকম পারিশ্রমিক জোটেনা শিল্পীদের আক্ষেপ। ১০০ টাকা থেকে শুরু সরস্বতী সুন্দর মূর্তি গড়েছেন শিল্পীরা। বাজার ভালো হবে আশা ব্যবসায়ীদের।