বলিউড অভিনেতা, ফিটনেস ও পর্যটনে উৎসাহী সারা আলি খানকে এই প্রথম একটি এক্সক্লুসিভ ওয়েলনেস অ্যান্ড যোগা রিট্রিটে গৃহকর্ত্রী এবং সহযোগীর ভূমিকায় দেখা যাবে। ভারতের গোয়ার একটি শান্ত, নিরিবিলি এয়ারবিএনবিতে চারজন অতিথির একটি গ্রুপ এই ওয়েলনেস ও যোগা শিবিরে অংশ নিতে পারবেন। সূর্যের আলোয় উজ্জ্বল এই রাজ্যের সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই এয়ারবিএনবি। এই রিট্রিটই দেবে শহরের কর্মচঞ্চলতা ও দূষণ থেকে একেবারে নিরাপদ দূরত্বে হারিয়ে যাওয়ার সুযোগ। হাত পা ছড়িয়ে আরাম উপভোগ করা এবং শরীর ও মনকে সামগ্রিক ভাবে তাজা করে তোলার জন্য এই এয়ারবিএনবিই হবে উপযুক্ত একটা জায়গা। একদিকে শরীরকে ফিট রাখার জন্য নিষ্ঠা, অন্যদিকে সব সময় ছুটে চলার কেরিয়ার, এদুটো বিষয়কে খুব ভাল মেলাতে পারেন সারা আলি খান। এখন গোয়ার এই রিট্রিটের জন্য এয়ারবিএনবিতে সারা নিয়ে আসছেন ওয়েলনেস ও যোগার জন্য তাঁর গভীর আবেগকে। বিস্মিত ও মুগ্ধ করে দেওয়ার মতো প্রকৃতিদত্ত এই স্যাংচুয়ারিতে থেকে অতিথিরা সারার সঙ্গেই যোগার অনুশীলন করতে পারবেন। সারা কীভাবে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ভাল রাখেন এবং তাঁর ভাল থাকার গোপন রহস্যটা কী, সেটাও নিজের চোখে দেখা ও বোঝার সুযোগ পাবেন অতিথিরা।
সারা বলেন, ‘গোয়ায় শুধুমাত্র এয়ারবিএনবিতে এই বিশেষ ওয়েলনেস অ্যান্ড যোগা রিট্রিটে অতিথিদের স্বাগত জানানোর কথা ভেবে আমি নিজে সত্যি সত্যি উত্তেজনা বোধ করছি। প্রকৃতির সৌন্দর্য দিয়ে ঘেরা এই জায়গায় থেকে আমরা দেহের, মনের ও আত্মার পরিচর্যার দিকে নজর দেব এবং একসাথে সময় কাটানোর মধ্যে দিয়ে দারুন সব স্মৃতির ভাণ্ডার গড়ে তুলব। অবিস্মরণীয় একটা পরিবেশের মধ্যে জীবনের সহজ সরল আনন্দের ভাণ্ডারের ঝাঁপি খুলে বসা, পরস্পরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং সেই আনন্দকে আঁকড়ে ধরার সুযোগ করে দেবে এই রিট্রিট।’ ২০২২ সালে গোয়ার পর্যটন দপ্তর এয়ারবিএনবির সঙ্গে একটা মউ স্বাক্ষর করেছিল। তাতে জোর দেওয়া হয়েছিল উপকূল থেকে দূরে গোয়ার শান্ত, নিরিবিলি এলাকা এবং এখানকার অনন্য হোমস্টে বাস্তুতন্ত্রের দিকে। এই সহযোগিতার মাধ্যমে এয়ারবিএনবির লক্ষ্য হল, যেসব জাতীয় ও আন্তর্জাতিক পর্যটক শান্ত পরিবেশ, সাংস্কৃতিক আবহ ও যোগাযোগ পছন্দ করেন, তাঁদের কাছে রাজ্য সরকারের ‘গোয়া বিয়ন্ড বিচেস’ দৃষ্টিভঙ্গীকে তুলে ধরা।
আমনপ্রীত বাজাজ, এয়ারবিএনবির জেনারেল ম্যানেজার ফর ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া, হংকং ও তাইওয়ান বলেন, ‘এয়ারবিএনবির অতিথি অ্যাপ্যায়নকারীর ভূমিকায় সারাকে স্বাগত জানানোর জন্য আমরা খুবই উচ্ছ্বসিত। যাঁরা বেড়ানোর জায়গা বাছাই করার সময় এক অনন্য ও মগ্ন হয়ে থাকার মতো অভিজ্ঞতার খোঁজ করেন ভারতে তেমন পর্যটকের সংখ্যা বাড়ছে।। গোয়ার রিট্রিটে সেটা তো রয়েছেই। সঙ্গে থাকছে বলিউডের সাংস্কৃতিক আবহ। সেকারণে এই রিট্রিট হবে অন্য সব রিট্রিটের তুলনায় একেবারে আলাদা। এখানে পাওয়া যাবে ওয়েলনেস ট্যুরিজমের একটা ঝলকও এবং এটাই এখন পর্যটন শিল্পে একটা নতুন ও ক্রমশ বেড়ে চলা প্রবণতা হিসাবে দেখা যাচ্ছে।’ গোয়া সরকারের পর্যটন মন্ত্রী শ্রী রোহন খাউন্তে বলেন, ‘ওয়েলনেসের গন্তব্য হিসাবে গোয়া ক্রমশই বিকশিত হয়ে উঠছে। এতেই প্রমাণ হয় যে এই রাজ্যে রয়েছে প্রকৃতির অবিশ্বাস্য ধরনের বৈচিত্র। এয়ারবিএনবির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা গোয়াকে উচ্চ গুণমান সম্পন্ন পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এবং আমরা চাই পর্যটকেরা নিত্যনতুন অভিজ্ঞতা লাভ করুন, সেগুলিকে সযত্নে বরণ করে নিন এবং আনন্দে উচ্ছ্বসিত হযে উঠুন।’