নতুন মোড় নিলো সন্দেশখালি কাণ্ড

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এবার সন্দেশখালি নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ নিয়ে এখন শুরু হয়েছে চর্চা।

আসলে সন্দেশখালি যেতে চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন BJP নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। জাস্টিস সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। এদিন প্রিয়াঙ্কার পক্ষেই বড় নির্দেশ দেয় আদালত। সন্দেশখালি যেতে তাঁর কোনও বাধা নেই, জানিয়ে দেন বিচারপতি সিনহা। বসিরহাটের পুলিশ সুপারকে জাস্টিস সিনহা বলেন, প্রিয়াঙ্কা সন্দেশখালি যাবেন।

ওনার ওপর যেন কোনও রকম আঘাতের ঘটনা না ঘটে। এদিকে প্রিয়াঙ্কা বলেন, সন্দেশখালিতে CBI ক্যাম্প করেছে। সেই কারণে আইনজীবী হিসেবে সপ্তাহে অন্তত ২-৩ দিন তাঁকে সেখানে যেতে হয়। তবে সন্ধ্যা ৬টা অবধি ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি সেখানে যেতে পারছেন না।