১০ই আগস্ট নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করবে স্যামসাং

স্যামসাং ইলেকট্রনিক্স আগামী ১০ই আগস্ট বেঙ্গালুরুর স্যামসাং অপেরা হাউসে, গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে তার পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলি বাজারে নিয়ে আসবে। গ্রাহকরা প্রারম্ভিক অ্যাক্সেসের জন্য যোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে ইভেন্টের আগে পরবর্তী গ্যালাক্সি স্মার্টফোনগুলি প্রি-রিজার্ভ করতে পারেন।

পরবর্তী গ্যালাক্সি স্মার্টফোনটি প্রি-রিজার্ভ করতে, গ্রাহকদের Samsung.com বা স্যামসাং এক্সক্লুসিভ স্টোরে ১,৯৯৯ টাকা দিতে হবে।যে সমস্ত গ্রাহকরা পরবর্তী গ্যালাক্সি স্মার্টফোনগুলি প্রি-রিজার্ভ করবেন তারা ডিভাইসটি ডেলিভারির পরে ৫,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পাবেন।

 স্যামসাং আজ পজিটিভ ইনোভেশন টেকনোলজির সব বাধা অতিক্রম করে প্রতিদিনের জীবনকে সমৃদ্ধ ও বহুমুখী করে তোলার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। গ্যালাক্সি আনপ্যাকড ভারতে আগামী ১০ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬.৩০ টার সময় Samsung Newsroom ইন্ডিয়াতে লাইভ স্ট্রিম হবে।