ওড়িশা ও পশ্চিমবঙ্গের আদিবাসী এলাকার পট্টচিত্র শিল্পকে স্যামসাঙ নিয়ে এলো তাদের লাইফস্টাইল টেলিভিশন দ্য ফ্রেম-এ।
দ্য ফ্রেম হল এমন টিভি যা ‘অন’ থাকলে টিভি, আর ‘অফ’ হলেই আর্ট। দ্য ফ্রেমে থাকা ভারতীয় লোকশিল্প ও আদিবাসী শিল্পের ১৪০০টিরও বেশি শিল্পকলার সম্ভারে পট্টচিত্র এসেছে নতুন সংযোজন হিসেবে। দ্য ফ্রেম টিভির মাধ্যমে ভারতের লোকশিল্পকে পুণরুজ্জীবিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
পট্টচিত্র হল বস্ত্রখন্ডের উপরে অঙ্কিত কলাশিল্প – পট্ট অর্থ বস্ত্র ও চিত্র অর্থ ছবি। দ্য ফ্রেমে ভারতের বিভিন্ন অঞ্চলের ১৪০০টিরও বেশি শিল্পনিদর্শন রয়েছে। স্যামসাঙের এই উদ্যোগের সহযোগী হল ফ্লোটিং ক্যানভাস কোম্পানি।