দেশব্যাপী বৃক্ষ রোপণের বার্তা দিতে সাইকেলে করে কেদারনাথ যাত্রা শুরু করেলেন কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নং ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার যুবক সমীর দাস। হরিপুরের বাসিন্দা সমীর দীর্ঘদিন ধরেই কেদারনাথে গিয়ে ভগবান শিবের দর্শন করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না।
একদিকে কেদারনাথের গিয়ে শিবের দর্শন করার স্বপ্ন অন্যদিকে বর্তমান পরিবেশে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা।দুটো কেই সম্বল করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন সমীর দাস।গুগলের সহায়তায় কেদারনাথে পৌঁছানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন সমীর।
৩৫ দিনের মধ্যেই ১১৪৪ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। একদিকে যেমন সাধারণ মানুষের কাছে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দেবেন অন্যদিকে কেদারনাথ থেকে ফেরার সময় বৃন্দাবন, মথুরা, অযোধ্যা সহ অন্যান্য তীর্থস্থানও ঘুরে দেখবেন তিনি। গ্রামের একটি শিব মন্দিরে পূজা দিয়ে শুরু করেছেন সমীরের এই অভিনব যাত্রা। স্থানীয় গ্রামবাসীরাও সমীরকে উৎসাহিত করতে ভিড় জমিয়েছিলেন তাঁর যাত্রা শুরুর সময়।