বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ না বাড়লেও এবার বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। তার আগেই বেতন বৃদ্ধি করা হল এই সকল কর্মীদের। ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তিন হাজার টাকা করে বেতন বাড়ালো রাজ্য সরকার।
এর আগে তাদের বেতন ছিল ১২ হাজার টাকা। সেই বেতন এক ধাক্কায় বেড়ে হল ১৫ হাজার টাকা। নভেম্বর মাস থেকেই বর্ধিত হারে বেতন মিলবে সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে মোট ৮১৮ জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কর্মরত।