বাড়ানো হলো বেতনের পরিমাণ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সিভিকদের ‘দৈনিক মজুরি’ বৃদ্ধি করল মমতা সরকার।

একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এ বার থেকে সিভিক ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। এই ঘোষণার সাথে সাথেই মাস গেলে তাদের বেতনে যোগ হচ্ছে এক হাজার টাকা। অর্থাৎ ১০০০ করে বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ারদের। এর আগে গত বছর প্রথম দিকেও সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতন বাড়ানো হয়।

চলতি বাজেট অধিবেশনে সিভিক ভলান্টিয়ারদের জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ওদিকে এর আগে সিভিক ভলান্টিয়াররা ২০০০ টাকা করে বোনাস পেতেন। তবে চলতি বছর তা অনেকটাই বৃদ্ধি করা হয়। বছরের শুরুর দিকে ৫,৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়।